প্রতিদিনই করোনা ভাঙছে রেকর্ড। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০১

আপডেট: এপ্রিল ১৬, ২০২১
0

দেশব্যাপী আইনশৃঙ্খলাবাহিনী লকডাউনে কঠোর ভূমিকা পালন করছে। স্কুল কলেজ-মসজিদ মাদ্রাসা হেফজখানা অফিস-আদালত সব বন্ধ করে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। কিন্তু প্রতিদিনই রেকর্ড ভাঙ্গছে মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যান। গত ২৪ ঘন্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টা নতুন ৪ হাজার ৪১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৬৯৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।