রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আ’লীগ শ্রদ্ধা জানালো না এটা এটা দুর্ভাগ্যজনক -তৌফিক-ই-ইলাহী চৌধুরী

আপডেট: মার্চ ১৯, ২০২১
0

প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কারও শহীদ মিনারে না যাওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও মওদুদের ভায়রা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যারিস্টার মওদুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

বিএনপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (একাংশ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এ রকম হওয়া উচিত নয়।’

ব্যারিস্টার মওদুদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হাফিজউদ্দিন আহমদ, জাগপার একাংশের সভাপতি লুৎফর রহমান, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার প্রমুখ।