বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঃ গাজীপুরে দুঃস্থ্যদের মাঝে র‍্যাব’র খাবার বিতরণ ও দোয়া

আপডেট: মার্চ ১৭, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে র‍্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। দিবসটি উপলক্ষ্যে র‍্যাব সদস্যরা দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেছে। বুধবার র‍্যাব-১’র পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের উপস্থিতিতে মহানগরীর সালনা, পোড়াবাড়ি ও মাষ্টারবাড়িসহ বিভিন্ন এলাকায় গরীব ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন র‍্যাব-১’র ওই ক্যাম্পের সদস্যরা। এছাড়াও র‍্যাব-১’র পোড়াবাড়ী ক্যাম্পের নিজস্ব মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।