বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশী বিয়ারসহ তিন মাদক পাচারকারী আটক

আপডেট: অক্টোবর ১৫, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশী বিয়ারসহ তিন মাদক পাচারকারী আটক করেছে।
গত ১৪ অক্টোবর ২০২১ বিসিজি স্টেশন পাগলার একটি টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীর পাগলা খেয়াঘাট এলাকা থেকে ২২ ক্যান বিদেশি বিয়ারসহ ০৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান

তিনি বলেন, অভিযান চলাকালে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাদেরকে থামিয়ে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে বেলজিয়ামের তৈরি ২২ ক্যান বিয়ার পাওয় যায়। পরবর্তীতে বিয়ারসহ ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো (অভি সরকার-২৩, রাতুল ভাওয়াল -১৯ ও সুশান্ত রাজবংশী-২২)। পরবর্তীতে জব্দকৃত বিয়ারসহ আটককৃত মাদক ব্যক্তিদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকাসমূহে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।