বানারীপাড়ায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ

আপডেট: মার্চ ৩১, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য

বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার, ফেরী ঘাট ও উপজেলার চাখার বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং নো-মাস্ক নো-সার্ভিস নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

এর পাশাপাশি ভ্যান চালক, দিনমজুর, হত দরিদ্র লোক ও পথচারীদের মাঝে মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত মাস্ক ফ্রি বিতরন করা হয়। অধিকন্তু মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ৫ টি মামলায় মোট ১৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,থানার উপ-পরিদর্শক জুবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.৩০-০৩-২০২১ইং