ঢাকা, ১০ ফেব্রুয়ারি: বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল হক সিকদারের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মেয়র আজ বুধবার সন্ধ্যায় এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আতিকুল ইসলাম বলেন, জয়নুল হক সিকদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। একজন সফল শিল্প-উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া সমাজসেবায়ও তিনি বিশেষ অবদান রাখেন। এসকল কারণে দেশবাসীর নিকট জয়নুল হক সিকদার স্মরণীয় হয়ে থাকবেন।