কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে ব্যারিস্টার মওদুদ আহমেদের লাশ

আপডেট: মার্চ ১৯, ২০২১
0

ব্যারিস্টার মওদুদ আহমেদের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে । সকাল ৯টা ১৪ মিনিটে তার লাশ শহীদ মিনারে পৌছায়। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার লাশ নিয়ে যান।

বিএনপি মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর জানান, বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারন মানুষের শ্রদ্ধাঞ্জলীর জন ব্যারিস্টার মওদুদের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জানাজা শেষে লাশ নয়াপল্টনে নেয়া হবে।

এদিকে নোয়াখালীতে তার দাফন সম্পন্ন করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা সকালে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, বরকতউল্লাহ বুলু, মো.শাহজাহান, ফজলুল করীম , সাবেক হুইপ জয়নাল আবেদীন ফারুক।