স্কুল-কলেজ খুলবে ঈদের পর ২৩ মে – শিক্ষামন্ত্রী

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

মার্চে নয় স্কুল কলেজ খুলবে ঈদের পর। ২৩ মে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত সরকারের

ওই দিন শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপুমনি । বৃহস্পতিবার (২৫ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ সময় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দীপু মনি।