‘যুক্তরাষ্ট্রের চেয়ে আফগানিস্তানে নারীরা বেশি নিরাপদ’

আপডেট: অক্টোবর ১৫, ২০২১
0

যুক্তরাষ্ট্রের চেয়ে আফগানিস্তানে নারীরা বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি নিজেই আমেরিকার ওয়াশিংটনে ছিলাম, সেখানে মেয়েরা যতটা না নিরাপদ, আফগানিস্তানে বর্তমানের মেয়েরা তার চেয়ে বেশি নিরাপদ। আফগানিস্তান থেকে লিথিয়াম লুট করার চেষ্টা ছিল আমরিকানদের প্রধান লক্ষ্য।’

সোমবার (১১ অক্টোবর) সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি ও প্রশাসন বিভাগ’ আয়োজিত ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালেবান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান চৌধুরী।
আলোচনায় আরও অংশ নেন— ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও ড. তাসাদ্দেক আহমেদ।