রাজধানীর বিভিন্ন স্থানে মোদী বিরোধী বিক্ষোভ

আপডেট: মার্চ ২৭, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মোদী বিরোধী বিক্ষোভে নেমেছে বিভিন্ন সংগঠন।

এই মুহুর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছে যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ। হেফাজতের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।

সকাল ১০ টায় পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় যুবদল মিছিল বের করলে সেখানে পুলিশ বাধা দেয়। এসময় সেখানে ভাংচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের বিক্ষোভকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বায়তুল মোকাররম এলাকায় টহল দিচ্ছে পুলিশের এপিসি, সাজোয়া যান। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা।

বিক্ষোভে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির সিনিয়র নেতারা। এর আগে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা।

সকালে উত্তরায় বিক্ষোভ ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামের সদস্যরা। সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন হেফাজতের উত্তরা জোনের আমির মাওলানা নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের আমির জোনায়েদ আল হাবিব।
বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।