রাজশাহীতে সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে পুলিশী তল্লাশী

আপডেট: মার্চ ২, ২০২১
0
file photo

রাজশাহী প্রতিনিধি:
দুপুরেই রাজশাহীতে পৌছে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে স্থানীয় অঞ্চলের নেতা-কর্মীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন ।
মহাসমাবেশকে ঘিরে রাজশাহীতে বাস বন্ধ থাকায় অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন ছোট গণপরিবহনগুলোতে তল্লাশী চালাচ্ছে পুলিশ। এতে করে যাত্রীদের ভোগান্তি পোহানোর পাশাপাশি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।

মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সমাবেশকে ঘিরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সবার নিরাপত্তার কথা বিবেচনা করে মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশ তল্লাশি করছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, আমাদের মহাসমাবেশে যেন মানুষ আসতে না পারে সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তারা বাসসহ অন্যান্য জেলার সঙ্গে সব ধরনের যাতায়াত বন্ধ করে দিয়েছে।