রূপগঞ্জে যুবদলের আহ্বায়কের বাড়িতে হামলা, ভাঙচুর, ফাঁকা গুলি

আপডেট: অক্টোবর ৩, ২০২১
0

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবিরের বাসভবনে হামলা ও লুটপাট হয়েছে। এসময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে।

শনিবার সন্ধ্যায় উপজেলার রূপসী সুইচগেট টিআইসির মোড়ে অবস্থিত যুবদল নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

যুবদল নেতা আফজাল কবির শনিবার রাতে গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে সরকারি দলের প্রায় ৩/৪ শ’ ব্যক্তি হঠাৎ করে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং লুটপাট শুরু করে। তারা আমার বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা আমার ছেলে মুরাদ (১২) এবং মেয়ে জেবা তাসমিয়াকে মারধর ও স্ত্রী মানসুরা আক্তারকে লাঞ্ছিত করে।
তিনি জানান, হামলার সময় প্রায় সাত ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার নগদ টাকা হামলাকারীরা লুট করে বলে অভিযোগ করেছেন আফজাল কবির ও তার পরিবার। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না যুবদল নেতা।

তিনি জানান, হামলার বিচার কার কাছে চাইব? তবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আশা করি, হামলাকারীদের বিচার হবে। আমার দলের নেতাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।