লকডাউন চলছে; মানুষের ভোগান্তি চরমে

আপডেট: এপ্রিল ৫, ২০২১
0
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
লকডাউন চলছে। আর এরই মধ্যে মানুষ অফিস-আদালত ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রাস্তায়ও বের হয়েছেন। হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যানবাহনের জন্য। কিন্তু রাস্তায় কোন যানবাহন নেই। পায়ে হেঁটে চলছেন তারা। এদিকে, রাস্তায় বাস না থাকলেও চলছে প্রাইভেটকার, রিকশা, অটোরিকশা। যাদের সাধ্য আছে তারা কয়েকগুণ ভাড়া গুণে রিকশায় চড়ছেন। ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় সকালে পৌছেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

লকডাউনে সরকারের যেসব নির্দেশনা রয়েছে তা হলো,
* সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে
* আজ সকাল থেকে সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট চলবে না

* সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না

* আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

* বিদেশগামী ও আগত যাত্রীরা কোয়ারেন্টিনের শর্ত মেনে চলাচল করতে পারবে

এদিকে, অফিস আদালত সীমিত আকারে খোলা থাকছে। ফলে কিছু মানুষকে বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে। আজ সকালে এভাবে হাজার হাজার মানুষকে রাস্তায় দেখা গেছে। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন যারা সকালে ঢাকায় এসেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। লকডাউনের কারণে গতকাল যেভাবে মানুষ ঢাকা ছেড়েছেন তেমনি কিছু মানুষ ঢাকায় এসেছেন। এই মানুষগুলো সকালে ঢাকায় এসে দেখেন কোন যানবাহন নেই। কিছু রিকশা-অটো রিকশা চলছে; যাতে ভাড়া কয়েকগুণ।