নিজস্ব প্রতিবেদক:
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রস্টি ও প্রতিষ্ঠাতা এবং ভাসানী অনুসারী পরিষদের
চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী এবং তাঁর সাথে ১৪ জন নাগরিক সফরসঙ্গী
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা গত ৩ মার্চ শনিবার
ক্ষতিগ্রস্থ এলাকা সরজমিন পরিদর্শন করেন এবং নিহত আহতদের পরিবারের খোঁজ
খবর নিয়েছেন। সত্য ঘটনা দেশের জনগনকে জানানোর লক্ষে আগামীকাল ৫ এপ্রিল,
সোমবার বেলা ১১ টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিক সম্মেলনে
বক্তব্য রাখবেন।
উপস্থিত থাকবেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু,
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপিকা দিলারা চৌধুরী, গনসংহতি আন্দোলনের প্রধান
সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য
নাঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়া আজিজ উলফাত, গণস্বাস্থের প্রেস
উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, রাষ্ট্র চিন্তার দিদারুল ভূইয়া, ভাসানী
অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমূখ।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিক সম্মেলন
অনুষ্ঠিত হবে।
ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালস্থ মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।