শাহ জিকরুল আহমেদের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘রাষ্ট্র ভাবনা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২৪, ২০২১
0

স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা, জাসদ নেতা, সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘রাষ্ট্র ভাবনা’র প্রকাশনা উৎসব আজ ২৪ মার্চ ২০২১, বুধবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাসদ স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান মোড়ক উন্মোচন করে গ্রন্থটি প্রকাশ করেন। প্রকাশনা উৎসবে শাহ জিকরুল আহমেদ, নুরুল আকতার, নাদের চৌধুরী ও লুৎফুল্লাহিল মুনীর চৌধুরী বক্তব্য রাখেন।

বিশিষ্ট সাংবাদিক ও গবেষক লুৎফুরøাহিল মুনির চৌধুরী স্বাধীনতা পরবর্তীকাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার উপর শাহ জিকরুল আহমেদের যে সকল সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন সেগুলো সংকলিত করেই শাহ জিকরুল আহমেদের ‘রাষ্ট্র ভাবনা’ গ্রন্থটি রচিত হয়েছে।