স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা, সৈয়দপুর ও রংপুর মহানগরের ৫টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: মার্চ ২৪, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম,রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম ও ঢাকা জেলা, সৈয়দপুর সাংগঠনিক জেলা, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে ঢাকা জেলার ২ টি ইউনিট, সৈয়দপুর সাংগঠনিক জেলার ৩টি এবং রংপুর মহানগরের ৫টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার সভাপতি মোঃ আব্দুর রহমান (বাবুল) এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি এরশাদ হোসেন পাপ্পু এবং সাধারণ সম্পাদক এমএ পারভেজ লিটন,রংপুর মহানগর সভাপতি মোঃ রাশেদ-উন-নবী খান বিপ্লব এবং সাধারণ সম্পাদক মোখছেনুল আরেফীন রুবেল নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

ঢাকা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.দোহার পৌর : আহবায়ক : আব্দুল আজিজ, সদস্য সচিব : রুবেল বেপারী। যুগ্ম আহবায়ক-১.রফিকুল ইসলাম আজাদ ২. হাফিজুর রহমান খান ৩.আলমগীর হোসেন রাহুল ৪. আইনাল কাজী ৫. আরিফুর রহমান বিপ্লব সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি

২.নবাবগঞ্জ থানা : আহবায়ক: মজনু দেওয়ান , সদস্য সচিব: পল্লব আহমেদ। যুগ্ম আহবায়ক-১.সাইদুর রহমান ফয়েজ ২.এস এম পলাশ ৩.কামরুজ্জামান শামীম ৪. মোঃ কামরুজ্জামান (কামরুল) ৫. শহীদুল ইসলাম সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি।

সৈয়দপুর সাংগঠনিক জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.কিশোরগঞ্জ উপজেলা : আহবায়ক: মোঃ দেলোয়ার হোসেন , সদস্য সচিব: দেবাশীষ সরকার। যুগ্ম আহবায়ক-১.মোঃ শাহ আলম বাবু ২.মোঃ রাকিবুল হাসান (রকি) ৩.মোঃ রবিউল ইসলাম ৪. মোঃ ফরহাদুন্নবী লিমন ৫. মোঃ আব্দুল মালেক ৬. মোঃ রুপন হোসেন ৭. মোঃ নুরুজ্জামান খান বাবু ৮. মোঃ নুরুন্নবী বাদশা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.সৈয়দপুর পৌর : আহবায়ক : মো: জয়নুল আবেদীন , সদস্য সচিব: মো: শাফায়েত হোসেন রানা। যুগ্ম আহবায়ক-১.মোঃ সিদ্দিকুর রহমান ২.মোঃ জিন্নাতুল ইসলাম (সুমন) ৩.মোঃ আকরাম ৪. মোঃ জুয়েল ৫. মোঃ আরিফ হোসেন রাজু ৬. মোঃ মাহফুজ ৭. মোঃ হোসেন গুড্ডু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.সৈয়দপুর সদর উপজেলা : আহবায়ক : মো: মনিরুজ্জামান চৌধুরী(ময়নুল) , সদস্য সচিব: মো: ইফতিয়ার আলম (সোহাগ)। যুগ্ম আহবায়ক-১.মো: জাহাঙ্গীর আলম ২.মোঃ রকিবুল ইসলাম ৩.মোঃ আব্দুল মোমিন ৪. মোঃ কাজী আসাদুজ্জামান ৫. মোঃ তৌহিদুল ইসলাম ৬. মোঃ ফাহিম প্রামানিক (ফুয়াদ) ৭. মোঃ নূর ইসলাম প্রামানিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

রংপুর মহানগর অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.কোতয়ালী থানা : আহবায়ক : মো: মোস্তাফিজুর রহমান চঞ্চল , সদস্য সচিব: মো: শামীম আহমেদ মুন। যুগ্ম আহবায়ক-১.মো: মোশারফ হোসেন ২.মোঃ মোরছালিন ৩.মোঃ মোরশেদ ৪. শ্রী মিলন মোহস্ত ৫. মোঃ তাওহিদ হাসান (তুষার) ৬. আহাদ আলী সরকার ৭. মোঃ খোরশেদ আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.পশুরাম থানা : আহবায়ক : মো: আহসানুল হক (লিটন) , সদস্য সচিব: মো: নজরুল ইসলাম (লাইটু)। যুগ্ম আহবায়ক-১.মোঃ সাজু আহমেদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.হাজিরহাট থানা : আহবায়ক : মো: ইসমাইল হোসেন (স্বপন) , সদস্য সচিব: মো: মিজানুর রহমান। যুগ্ম আহবায়ক-১.মো: মিলন মিয়া ২.মোঃ গোলজার হোসাইন ৩.মোঃ সজল মিয়া ৪. মোঃ এরশাদ হোসেন ৫. মোঃ তরিকুল ইসলাম (তরী) ৬. মোঃ আব্দুর রহমান ৭. তপন চন্দ্র রায় সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.মাহিগঞ্জ থানা : আহবায়ক : মো: মশিউর রহমান , সদস্য সচিব: মো: শামীম মিয়া। যুগ্ম আহবায়ক-১.মো: ফারুক আহম্মেদ ২.মোঃ সোহরাব ইকবাল মৃদুল ৩.মোঃ শহিদুল ইসলাম ৪. মোঃ নুরুল হক ৫. মোঃ ফজলুল হক মঞ্জু ৬. মোঃ মাইদুল ইসলাম ৭. মোঃ জাকির হোসেন খান ৮. মোঃ মেহেদি হাসান আরমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.তাজহাট থানা : আহবায়ক : মো: নুরুল আমিন , সদস্য সচিব: মো: মঞ্জুরুল ইসলাম (মুকুল)। যুগ্ম আহবায়ক-১.মো: আব্দুল হান্নান ২.স্বপন রায় ৩.মোঃ শহিদুল ইসলাম ৪. মোঃ আসাদুজ্জামান (আসাদ) ৫. মোঃ মোস্তফা কামাল ফয়সাল ৬. মোঃ আলী হোসেন ৭. মোঃ শাহাজাদা হোসেন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।