শ্রীপুরে বন্ধুত্বের সম্পর্কের জেরে পোশাক কর্মীকে গণধর্ষণ, বাসের হেলপার গ্রেফতার

আপডেট: জুন ২৮, ২০২১
0
rape

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বন্ধুত্বের সম্পর্কের জেরে এক পোশাক কর্মীকে গণধর্ষণ করেছে ক’যুবক। এ ঘটনায় জড়িত এক বাসের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভিকটিমের গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় যুবকরা। সোমবার শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের নাম- সাগর শেখ (৩০)। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে।

শ্রীপুর থানার ওসি জানান, সাতক্ষীরা জেলা সদরের উত্তর কটিয়া বৌবাজার এলাকার ওই ভিকটিম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় নর্দান পোশাক কারাখানায় অপারেটর পদে চাকুরী করেন। প্রায় তিনমাস আগে গ্রামের বাড়ি থেকে ফিরার পথে তার সঙ্গে পরিচয় হয় বাসের হেলপার সাগরের। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে মোবাইলে যোগাযোগ ও বন্ধুত্ব হয়। রবিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে পার্কের ১নং গেটের পাশে ইন্দ্রপুর এলাকায় মৃত আব্দুর রহিমের স্ত্রী আনোয়ারা বেগমের বাসায় নিয়ে যায় সাগর। সেখানে সাগরের দুই সহযোগী বাবু ও নাজমুল পূর্বে থেকে অপেক্ষা করছিল। সাগর ও তার সহযোগীরা ভিকটিমকে ওই বাড়ির একটি কক্ষে আটকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ভিকটিমের গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ঘরের ভিতর আটকে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। এসময় ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষণের শিকার পোশাক কর্মীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ প্রধান অভিযুক্ত সাগর শেখকে গ্রেফতার করেছে।

###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২৮/০৬/২০২১ইং।