সংস্কারের অভাবে জনযন্ত্রণার দৃষ্টান্ত আন্দুলিয়া বটতলা সড়ক

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

খুলনা ব্যুরো ঃ
নির্মাণের ২০ বছর পার হলেও সংস্কারের কোন উদ্যোগ নেই ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া বটতলা সড়ক। পিচ খোয়া উঠে এখন বেহাল ও জনযন্ত্রণায় পরিণত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে প্রকাশ; ২ নং রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া ফকিরপাড়া বটতলা নামক রাস্তাটির ( কোড নং ২৪৭৩০৫০২০) দৈর্ঘ্য ১ কিলো ২৪ মিটার। ১৯৯৯-২০০০ অর্থবছরে বটতলা থেকে শাহজামাল মসজিদ পর্যন্ত রাস্তাটির ২৪০ মিটার পীচ দিয়ে পাকা করা হয়। যা স্থানীয় বাসিন্দা তৎকালীন উপ-সচিব শাহ মোঃ আবু বাকারের প্রচেষ্টার ফসল। বর্তমানে রাস্তাটির খোয়া ও পিচ উঠে বেহালদশায় পরিণত হয়েছে। দেখার কেউ নেই। রাস্তা সংলগ্নে রয়েছে বৃহৎ একটি জামে মসজিদ, শাহজামাল কিন্ডার গার্টেন ও সরকারি ২তলা বিশিষ্ট একটি ভবন।
শাহজামাল জামে মসজিদের সভাপতি অধ্যাপক শম খলিলুর রহমান, লিমা বাকার, ফকির শহিদুল ইসলাম, এফ এম গাউসুল আলমসহ অনেকেই জানান; ১৯৯৯ সালে রাস্তাটি নির্মাণের পর ২০ বছর পার হলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এটা বর্তমানে জনযন্ত্রণায় পরিণত হয়েছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস অনলাইনে রাস্তাটির বর্ণনা দেখে বলেন; রাস্তা নির্মাণের ৪-৫ বছরেই পিচ খোয়া উঠে বেহাল অবস্থায় পরিণত হয়। সেখানে ২০ বছরে আরও ভয়াবহ পরিস্থিতির হওয়ার কথা। তবে আমি বিষয়টি মাথায় নিলাম। আন্তরিকতার সাথে সংস্কারের উদ্যোগ নেব।
এলজিইডির খুলনার নির্বাহী প্রকৌশলী (এক্সএন) মোঃ কামরুজ্জামান বলেন; আগামী জুলাই মাসের মিটিংএ রাস্তাটি সংকারের বিষয়ে আন্তরিকভাবে পদক্ষেপ নেব। তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ রাখতে হবে।
— মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী