ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন আফগানিস্তানে সহিংসতার মাত্রার উপর নির্ভর করে ন্যাটোর সৈন্য আফগানিস্তান ত্যাগ করবে।
তিনি সোমবার আফগানিস্তানে সহিংসতা কমাতে তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যদি পরিবেশ শান্ত থাকে তাহলে যেকোনো সময় সৈন্য প্রত্যাহার করা হবে।
স্টোলটেনবার্গ সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সাধারণ লক্ষ্য পরিষ্কার, আফগানিস্তানে আর কখনো সন্ত্রাসীদের হামলা চালানোর আশ্রয়স্থল হিসেবে কাজ করতে দেয়া হবে না ।
কোন মিত্র প্রয়োজনের চেয়ে বেশি সময় আফগানিস্তানে থাকতে চায় না। সময় ঠিক হলেই আমরা চলে যাব না।