সাংবাদিক ও প্রজন্ম ’৭১ এর সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যুতে জাসদের শোক

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২১
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক শোক বার্তায় সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর সভাপতি, মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পুত্র, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সংগঠক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার মামলার সাক্ষী শাহীন রেজা নূর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাঁরা প্রয়াত সাংবাদিক শাহীন রেজা নূর এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনসহ গণতান্ত্রিক প্রগতিশীল সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।