চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে্এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতয়ি বর্ডার গার্ড বাহিনী বিএসএফ। আটক বাংলাদেশি যুবকের নাম সেলিম (৪০)। তিনি ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সোমবার অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত রোববার ভোররাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে।
বিজিবি-১৬ অধিনায়ক লে. কর্নেল কবির জানান, রোববার ভোরে ওই ব্যক্তি রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে। এ সময় ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের বহরমপুর জেলে পাঠানো হয়।
এর আগে ভারতীয় থানা পুলিশের কাছে বিএসএফ তাকে হস্তান্তর করে