সুপ্রীমকোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের প্যানেল ঘোষনা

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১
0

সুপ্রীমকোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের প্যানেল ঘোষনা করেছে।
২০২১-২০২২ সেশনের এ নির্বচনের জন্য সভাপতি হিসেবে ফজলুর রহমান ও সম্পাদক হিসেবে রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কাজল বর্তমানেও বারের সম্পাদক।

এছাড়াসহ সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সহ সম্পাদক পদে- মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, ট্রেজারার পদে আব্দুল্লাহ আল মাহবুব মনোনয়ন পেয়েছেন।

সদস্য পদে মনোনয়ন পেয়েছেনমুনজরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির,পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মাহবুব, ইফতেখার আহমেদ।