সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টয় শহরের নয়াটোলা এলাকার পশু হাসপাতাল সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ জাকির হোসেন (২৮) । সে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু মুসার নির্মাণধীন ভবনের ৩ তলায় রড বাধার কাজ করছিল জাকিরসহ কয়েকজন নির্মাণ শ্রমিক। এমন সময় ভবনটির উপর দিয়ে বিদ্যমান ১১০০ ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে জাকিরের শরীর।

এতে বৈদ্যুতিক শক পেয়ে ৩ তলা থেকে সে ছিটকে পাশের পিচ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। মৃত জাকির ২ সন্তানের জনক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, কাজ শুরু প্রথম থেকেই বাড়িওয়ালা কে বিদ্যুতের ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা নেওয়াসহ আমাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী দেওয়ার কথা বলে আসছি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি।

বাড়ির মালিক আবু মুসার সাথে কথা বললে, তিনি জামান, সৈয়দপুরে কোন বাড়ি তৈরির সময় তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়না। তাই আমিও প্রয়োজন মনে করিনি। তাছাড়া এটা কোন হাইরাইজ্ড বিল্ডিং নয় যে সেভাবে কিছু করা লাগবে। এটা মূলতঃ অসাবধানতার কারনে ঘটেছে।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ১৮ মার্চ বৃহৎৎস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে শহরের দারুল উলুম মাদ্রাসা এলাকার আনোয়ার ডাক্তারের বাড়ির একটি অরক্ষিত বহুতল ভবনে নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ২ শ্রমিক গুরুত্বরভাবে আহত হয়। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত্যু থেকে রক্ষা পায়। শ্রমিকরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত ডাঙ্গুয়াপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল রহমান (১৬) ও নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশি ইউনিয়নের বড়–য়া দহরপাড়ার মৃত শওকতের ছেলে একরামুল (৩৫)।

তারপরও প্রশাসন, শ্রম অধিদপ্তরের স্থানীয় কর্তৃপক্ষ বা শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সোচ্চার না হওয়ায় আজ জীবন দিতে হলো জাকিরের মত একজন হতদরিদ্র মানুষকে। তার জীবনের বিনিময়ে ১ লাখ টাকা দিয়ে মামলা না করার মাধ্যমে এহেন ঘটনাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।পরিবার মামলা দিলে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।