স্বাস্থ্য বিধি না মানায় খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের জরিমানা

আপডেট: জুলাই ৩, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: কঠোর লকডাউন তৃতীয় দিনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন নির্দেশনা অমান্যকারী ৪ ব্যাক্তিকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল প্রশাসনের নজরদারী।

এ সময় প্রাথমিক অবস্থায় সতর্ক করাসহ আইন অমান্যকারীদের জরিমানার মাধ্যমে কঠোর ও সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,বিজিবি,পুলিশসহ সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে ১৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় তিনি, লকডাউন অমান্যকারীদের কোন ভাবে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়ে দেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে সকলকে আরো সতর্ক হয়ে দেশের স্বার্থে এক হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন মেনে চলার অনুরোধ জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি