স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার অধীন ১৪টি এবং নওগাঁ জেলার অধীন ৪ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: মার্চ ১৯, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সঙ্গে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম , পাবনা ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে পাবনা জেলার ১৪টি এবং নওগাঁ জেলার ৪ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার সভাপতি মো: আরিফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, নওগাঁ জেলার সভাপতি মো: শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল জেলার নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

পাবনা জেলার অনুমোদিত ইউনিট কমটি সমূহ :
১.পাবনা সদর উপজেলা : আহবায়ক : গোলাম মোস্তফা স¤্রাট, সদস্য সচিব : মো: জাকির হোসেন খান। যুগ্ম আহবায়ক-১.মো: সাজ্জাদুল ইসলাম খান নাদিম ২ মো: পারভেজ হোসেন পিয়াস ৩ মো: আব্দুল আল মমিন ৪. মো: শাকিল প্রামানিক ৫.আলেক দত্ত সেন্টু ৬ মো: জিয়াউর রহমান জিয়া ৭ মো: সাইদুল ইসলাম ৮. মো: মিলন খান ৯. মেহেদী হাসান মিরুজ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

২.পাবনা সদর পৌর : আহবায়ক: মো: জুবায়ের খান প্রিন্স , সদস্য সচিব: মো: বাদশা হারুন রশিদ। যুগ্ম আহবায়ক-১.মো: আজমল হোসেন রানা ২ মো: আশরাফুল ইসলাম রাজিব ৩ মো: ইমরান হোসেন ৪. মো: লিটন হোসেন ৫ মো: আওলাদ হোসেন আলামিন ৬. মো: রনি হোসেন ৭ মো: ফয়সাল কোরাইশী ৮.মীর রাকিবুল ইসলাম ৯ মো: ফারুক শেখ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.বেড়া উপজেলা :আহবায়ক : নুর শরিফুল আলম শরিফ, সদস্য সচিব: মো: মেহেদী হাসান মান্নান। যুগ্ম আহাবায়ক-১ .মো: আরিফুল আলম আরিফ মোল্লা ২ মো: মঞ্জুর কাদের চৌধুরী ৩ মো: সেলিম হোসেন ৪. মো: মোবারক হোসেন মমিন ৫. মো: আরিফুল ইসলাম আরিফ ৬ মো: মোস্তাক আহম্মেদ রতন ৭ মো: আমিনুল ইসলাম ৮ মো: রঞ্জু আহম্মেদ বাবু ৯. মো: রবিউল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.বেড়া পৌর : আহবায়ক: আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব: মো: সাদ্দাম হোসেন মোল্লা। যুগ্ম আহবায়ক-১. আবদুল্লাহ আল মামুন (৯ নং ওয়ার্ড) ২ মো: রফিকুল ইসলাম ৩ মো: আলাউদ্দিন ৪ মো: রিপন খান ৫ মো: সুমন আলী ৬. মো: সিরাজুল ইসলাম সিরাজ ৭ মো: মুরাদ হোসেন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.চাটমোহর উপজেলা: আহবায়ক: মো: রেজাউল করিম সরকার, সদস্য সচিব মো: আসাদুজ্জামান লেবু। যুগ্ম আহাবায়ক-১.মো: রবিউল ইসলাম ২. মো: সোহেল রানা ৩. মো: নাইম ইসলাম উজ্জল ৪. মো: নাহিদ হাসান ৫. মো: আবু মাসুম ৬ মো: মাহফুজুর রহমান খোকন ৭ মো: শফিকুল ইসলাম ৮ মো: মিলন হোসেন ৯ মো: হাসেম আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.চাটমোহর পৌর: আহবায়ক: খাইরুল ইসলাম, সদস্য সচিব: মো: নাজমুল হোসেন মাসুম। যুগ্ম আহবায়ক-১.মো: সাজেদুল ইসলাম বাচ্চু ২ মো: রনি হোসেন ৩. মো: মজিদ হোসেন ৪. মো: জহুরুল ইসলাম ৫. মো: বিপ্লব হোসেন ৬. মো: আনোয়ার হোসেন ৭ মো: আমিনুল ইসলাম ৮ মো: সুজন মিয়া ৯. মো: মাসুদ রানা সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.সাঁথিয়া উপজেলা: আহবায়ক মো: আনোয়ার হোসেন মহরম, সদস্য সচিব: মো: লিখন মোল্লা। যুগ্ম আহবায়ক -১.মো: মাসুদ রানা ২ মো: শাহ আলম ৩. মো: দুলাল হোসেন ৪. মো: জাহাঙ্গীর হোসেন ৫ মো: নজরুল ইসলাম ৬. মো:আনোয়ার ইসলাম মনু ৭. মো: আফজাল হোসেন ৮. আলী আজগর নুরনবী ৯.মনিরুল ইসলাম মিঠু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.সাঁথিয়া পৌর : আহবায়ক: মো: আশরাফুল ইসলাম , সদস্য সচিব: মো: নাইম। যুগ্ম আহবায়ক-১. মো: জুয়েল বিশ^াস ২. মো: সাজেদুল ইসলাম ৩ মো: আরিফুল ইসলাম ৪. মো: শিপুল রানা ৫. মো: রায়হান মীর সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি।

৯.ভাঙ্গুরা উপজেলা: আহবায়ক : এসএম হুমায়ন কবির , সদস্য সচিব: মো: সোহেল রানা। যুগ্ম আহবায়ক-১. মো: ইউসুফ আহম্মেদ ২ মো: নুর ই আলম সিদ্দীকি (হীরা) ৩. মো: মামুন হোসেন ৪. মো: তিতুমির জিহাদী ৫ মো: আব্দুল আলীম ৬. মো: শাকিল হোসেন ৭. মো: উজ্জল হোসেন ৮.মো: আবু হুরাইয়া মাসুম ৯.মো: আনোয়ার হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১০.ভাঙ্গুরা পৌর : আহবায়ক: মো: আবু নাইম নাছির , সদস্য সচিব: মো: সুজন আহম্মেদ। যুগ্ম আহবায়ক-১.মো: বায়েজিদ ২ মো: আবু সাঈদ ৩ মো: সালাউদ্দিন সাচ্চু ৪. মো: আসাদুল ৫ মো: মোস্তাক আহম্মেদ ৬ মো: কাউসার ইসলাম ৭. মো: রেজাউল করিম খন্দকার হাসিনুর সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১১.ফরিদপুর উপজেলা : আহবায়ক : মো: খালেদ মোশারফ বাবু , সদস্য সচিব: মো: আল মাহমুদ। যুগ্ম আহবায়ক-১.মো: শাহিন আলম ২. মো: শাহিনুর রহমান ৩, মো: মাসুৃদ রানা ৪. মো: আলতাফ হোসেন ৫.ইঞ্জি: মো: জাহাঙ্গীর আলম হীরণ ৬. মো: শফিকুল ইসলাম ৭ মো:তাবিবুর ইসলাম রুবেল ৮. মো: হেদায়েতুল হক ৯ মো: বিপ্লব হোসেন বারিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১২.ফরিদপুর পৌর: আহবায়ক : মো: হাসিনুর রহমান , সদস্য সচিব: মো: ইব্রাহিম হোসেন। যুগ্ম আহবায়ক-১.মো: মহসিন আলম ২. মো: আব্দুর রহিম ৩. মো: আমিরুল ইসলাম ৪.মো: রমজান হোসেন ৫ মো: জাকারিয়া আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১৩. ঈশ^রদী পৌর: আহবায়ক : এস এম মামুনুর রশিদ নান্টু , সদস্য সচিব: মো: মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম আহবায়ক-১. মো: আওয়াল কবীর ২. মো: মনিরুজ্জামান কল্লোল ৩ মো: সাইফুল ইসলাম শাকিল সরদার ৪. মো: আবু সাঈদ ৫. মো: ওয়াসিম আকরাম ৬. মো: ফয়সাল আহম্মেদ ফারুক ৭.রুমন আলী ৮. মো: এনায়েত আলী ৯. মো: আমিনুল ইসলাম জনি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১৪. আটঘরিয়া পৌর : আহবায়ক: মো: রাকিব রায়হান , সদস্য সচিব: মো: শামীম রেজা। যুগ্ম আহবায়ক-১.মো: একরাম হোসেন ২. মো: আব্দুল হালিম মির্জা ৩.মো: আল আমিন ৪. মো: আব্দুস সালম ৫. মো: রবিউল ইসলাম ৬. মো: ইসরাইল ইসলাম ৭. মো: আলমাছ হোসেন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

নওগাঁ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

১.ধামইরহাট উপজেলা : আহবায়ক: মো: জামাল উদ্দিন , সদস্য সচিব: মো: শরিফুল ইসলাম (শামিম)। যুগ্ম আহবায়ক- ১.মো: মাহমুদুল হাসান ২.মো: মাহবুব হোসেন ৩ মো:মোস্তাফিজুর রহমান ৪. মো: মিজানুর রহমান ৫. মো: তুহিন হোসেন ৬. মো:আব্দুল লতিফ ৭. মো: সুলতান আলী দেওয়ান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.ধামইরহাট পৌর : আহবায়ক : মো: আতোয়ার রহমান, সদস্য সচিব : মো: আবু তাহের (কায়েম)। যুগ্ম আহবায়ক – ১. মো: ফারুক হোসেন ২.মো: নাজমুল হক ৩.মো: আব্দুল কুদ্দুস ফন্টু ৪.মো: মতিবুল ইসলাম ৫.মো: আব্দুল কুদ্দস সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.রানীনগর উপজেলা: আহবায়ক : মো: মতিউর রহমান উজ্জল , সদস্য সচিব : মো: মাহমুদ হাসান বেলাল। যুগ্ম আহবায়ক -১. মো: আশিক মাহমুদ ২.মো: মাসুদ রানা ডবলু ৩.মো: মিঠুন আহমেদ ৪.মো: রাজিবুল ইসলাম রাব্বি ৫.মো: রবিউল ইসলাম ৬.মো: হাবিব হোসেন ৭.মো: মিঠু ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.পোরশা উপজেলা : আহবায়ক : মো: মোসদুল হক , সদস্য সচিব : হাজী মো: হাফিজুর রহমান। যুগ্ম আহবায়ক-১.মো: সালাউদ্দিন ২.মো: মোজাম্মেল ৩ মো: আ: লোতিব ৪.ডি.কে সাহেব আলী ৫.মো: হুসেন আলী ৬.মো: নাজুমুদ্দিন ৭ মো: সেন্টু ৮ মো: শহিদুল ইসলাম ৯ মো: সিরাজুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো ।