হেফাজতে’র সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনির গ্রেফতার

আপডেট: জুন ২১, ২০২১
0

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সাড়ে ৩টায় হাটহাজারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল ইসলাম।

পুলিশ জানায়, নাসির উদ্দিন মুনির-এর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা আছে।

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হাটহাজারী থানায় ভাংচুর চালায় হেফাজতে’র কর্মীরা। পাশাপাশি সহকারি কমিশনার, ভূমি কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দু’টি মামলা করা হয়। এসব মামলায় কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

এই ঘটনার প্রায় এক মাস পর গত ২২ এপ্রিল হেফাজতে’র আমির জুনায়েদ বাবুনগরী এবং বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আরও তিনটি মামলা করা হয়। এসব মামলায় হেফাজতে’র কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার পাশাপাশি জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ।