`হে আল্লাহ আমাদের ক্ষমা করুন ; মহামারীর হাত থেকে রক্ষা করুন’

আপডেট: মার্চ ২৯, ২০২১
0

হে আল্লাহ আমাদের ক্ষমা করুন। মহামারী করোনার হাত থেকে আমাদের রক্ষা করুন। আমাদের হেফাজত করুন। এভাবেই মসজিদগুলো থেকে ভেসে আসছে করুণ আর্তি। দু’হাত তুলে সবাই মহান রবের কাছে আকুতি জানাচ্ছেন।

করোনা মহামারী থেকে আল্লাহর কাছে থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে এভাবেই
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে সারা দেশে আজ পবিত্র শবেবরাত উপলক্ষ্যে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

আজ পবিত্র শবেবরাত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানরা দিনটি পালন করবেন। এ উপলক্ষে সারা দেশে মসজিদ ও মাদরাসাগুলোয় বিভিন্ন আয়োজন রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ মুনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষে আজ পত্রিকা অফিস এবং আগামীকাল সরকারি-বেসরকারী অফিস-আদালত বন্ধ থাকবে।