আশ্রায়ন প্রকল্পে অনিয়ম; ৫ কর্মকর্তা ওএসডি

আপডেট: জুলাই ৬, ২০২১
0

ডেস্ক রিপোর্ট:
আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ৫ সরকারি কর্মকর্তাকে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়েছে। এ নিয়ে আরো অধিকতর তদন্ত চলছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন-মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার শেখ মেজবাহ-উল-সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলু, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখ, উপসচিব মো. শফিকুল ইসলাম, বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে।

গৃহহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগের পর তদন্ত করা হয়, যা চলমান। এরই একটি অংশ হিসেবে ৫ কর্মকর্তাকে ওএসডি করা হলো।

অভিযোগ রয়েছে পকল্পের কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে গেছে দরিদ্রদের ঘর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশজুড়ে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।