খালেদা জিয়ার মুক্তির স্লোগানে উত্তাল রংপুর

আপডেট: নভেম্বর ৩০, ২০২১
0

বিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশস্থল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে রংপুর মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র ও বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সৈয়দপুর রাজনৈনিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আখতার, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল সাদিক, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সাইফুল ইসলাম রানা, রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।

এতে রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ বিভাগের নয় জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে এ সমাবেশে যোগ দেন। সমাবেশ ঘিরে রংপুর বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ- উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে জেলা যুবদল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাকারিয়া জিমের নেতৃত্বে মহানগর ছাত্রদল এবং মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবুর নেতৃত্বে মহানগর কৃষক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। এয়াড়াও বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে মিছিল সহকারে যোগ দেন।

এসময় তারা বিএনপি নেত্রীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিবনা, মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। জিয়া-খালেদা-তারেক স্লোগানে উত্তাল করে তোলে সমাবেশ স্থল। এসময় নগরী জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ নগরী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।