গাজীপুরে বোমা তৈরীর বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার-১

আপডেট: মার্চ ১৫, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জিএমপি’র বাসন থানার ওসি কামরুল ফারুক এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতের নাম রায়হান শরিফ (২২)। সে গাজীপুর সিটি কপোর্রেশনের বাসন থানার ইটাহাটা মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

বাসন থানার ওসি ও মামলার এজহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কপোর্রেশনের বাসন থানাধীন বারবৈকা মধ্যপাড়া এলাকার তোয়াজ উদ্দিনের বাড়ীতে বাসা ভাড়া থেকে রায়হান শরিফ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রলাপ চালিয়ে আসছিল। গত শনিবার বেলা পৌণে ২টার দিকে রায়হান শরীফ সন্ত্রাসী কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে আরমান মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ওই আরমান গুরুতর আহত হয়। এ ঘটনায় জড়িত আরমানকে পুলিশ ইটাহাটা মধ্যপাড়া এলাকা হতে রবিবার বিকেলে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তির ভিত্তিতে বোমা বিশেষজ্ঞের একটি দল ঢাকা থেকে এসে রায়হান শরীফের শয়ন কক্ষে অভিযান চালায়। এসময় ওই কক্ষ থেকে বিস্ফোরক দ্রব্যাদি দেশলাই কাঠের বারুদ, রিমোট ব্যাটারীর চার্জার, তাঁতাল, ১টি ড্রিল মেশিন বক্স, ঝালাই মেশিনের ক্যাবল, ১টি ড্রয়ারের ভিতর রাখা ৫-৬ টি ডিভাইসের ব্যাটারী, ১টি ওয়েট মেশিন, ১টি ওয়েফ ক্যামেরা, একাধিক ইলেকট্রিক ডিভাইস, ৬টি শর্টগানের কার্তুজ, ১টি ম্যাগজিন, ১টি চাপাতি এবং ১টি লম্বা ছুরি, চাকু, রিমোট কন্ট্রোল সার্কিট, ১টি সুসাইটাল জ্যাকেট, ১টি ফায়ারকৃত কার্তুজ, ১টি মটার, ১টি বস্তার ভিতর রাখা লোহার কাচি, রামদা, হাতুরী, ১টি ব্যাটারী ও ব্লু মেশিন, এডাপ্টার, ১টি লেদ মেশিন, বিভিন্ন ডিভাইস সংক্রান্ত ১টি নোট খাতা, ১টি মনিটর ও পিসি, ১টি হেলমেট, ১টি লাইফ জ্যাকেট, ১টি কার্টুনে রাখা টুলস মেশিনারী, ১টি ডিজিটাল জেনারেটর, স্টীলের কয়েকটি পাইপ, ১টি বাটন মোবাইল জব্দ করে। এ ঘটনায় বাসন থানার এসআই মাসুদ আহমেদ বাদি হয়ে বিস্ফোরক ও হত্যা চেষ্টার আইনে মামলা দায়ের করেছেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।