নগরীতে একাধিক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার: বিএনপির উদ্বেগ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩
0

খুলনা ব্যুরো:
হঠাৎ করে খুলনায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধিতে এবং
শাসকদলের নেতার পুত্র অবৈধ একাধিক অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ
প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি যখন সরকারি বিরোধী যুগপৎ
একদফা আন্দোলন করছে তখন এ ধরনের অস্ত্রেও মজুত সরকার বিরোধীদের মাঝে
আতঙ্ক ছড়ানো ও আইন-শৃঙ্খলার অবনতির ইঙ্গিত বহন করে বলে বিবৃতিতে উল্লেখ
করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনার
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ৭ সেপ্টেম্বর ১ টি রিভালবার, ৭
রাউন্ড গুলি, ১২ বোর এর ০২ টি ভারী কার্তুজ, ১ টি পিস্তল, ৪ টি পিস্তলের
ম্যাগজিন, ২৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ টি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড
গুলিসহ বি কে রায় রোড বাইলেনের বাসিন্দ অস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলাম
সোহাগকে গ্রেফতার করেছেন। শরিফুল ইসলাম সোহাগ নগরীর ২০নং ওয়ার্ড আওয়ামী
লীগ নেতা শহিদুল ইসলাম সাগরের পুত্র। শাসক দলের ছত্রছায়ায় শেখপাড়াস্থ
পিতার এলপিজি গ্যাস ব্যবসার আড়ালে সে (সাগর) দীর্ঘদিন যাবত এ ধরণের অবৈধ
অস্ত্রের ব্যবসা করছিলেন বলে জানা গেছে।

অনতিবিলম্বে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করত: উদ্ধারকৃত অস্ত্র তিনি কোথা
থেকে এনেছে এবং এর পিছনে কারা জড়িত তার রহস্য উদঘাটনের জন্য পুলিশ
প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। একইসাথে অস্ত্র কোথায় সরবরাহ করার
পরিকল্পনা ছিলো এবং এর পেছনে জড়িত কারা, সে সংক্রান্ত তথ্য উদঘাটন করে
নগরবাসিকে অবহিত করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক
রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর
বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান,
মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল
হাসান বাপ্পি প্রমূখ।