বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে পাকিস্তান

আপডেট: জুন ৬, ২০২৪
0

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমে গেছে পাকিস্তান। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে তারা।

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে খেলছে এই দুই দল। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। যেখানে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিকেরা।

এবারের বিশ্বকাপে যা পাকিস্তানের প্রথম ম্যাচ। তবে যুক্তরাষ্ট্র খেলেছে এর আগে, উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে শুভ সূচনা করে তারা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেইস গাউস, অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নসতুশ কেনজিগি, জাসদীপ সিং, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।