সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৮, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮ কেজি গাঁজাসহ মোছাঃ মদিনা খান (১৯) এবং ৪ কেজি গাঁজাসহ হাসি আক্তার খুশী (২৭) নামক ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী মোছাঃ মদিনা খান গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শিববাড়ী এলাকার মোঃ ফরিদ এর মেয়ে এবং অপর আসামী হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন তারইকান্দি এলাকার মোঃ রতন এর মেয়ে।

গ্রেফতারকৃত আসামী হাসি আক্তার খুশী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর হাসি আক্তার খুশী ৪ কেজি গাঁজাসহ র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার হয়েছিল। জেল থেকে বের হয়ে আবারো গাঁজাসহ গ্রেফতার হয়।

অনুসন্ধানে জানা যায়, উল্লিখিত গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ০৮-১২-২০২১