মায়ের সাথে শেষ কথা; আমি আর বাঁচবো না

আপডেট: জুলাই ২৬, ২০২১
0
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
মায়ের সাথে শেষ কথা হয় খলিলুরের, ‌আমি আর বাঁচবো না’। এরপরই মোবাইলের লাইন কেটে যায়। পরদিন খলিলুরের লাশ উদ্ধার হয় বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া এলাকায় করতোয়া নদীর ধার থেকে। খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়া মৃত আজাহার আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি অটো পাস করেছে। পাশাপাশি রংমিস্ত্রর কাজ করতেন।

এলাকাবাসী ও চাচা সাইদুর রহমান জানান, দু’দিন আগে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তার মা খুকিকে মোবাইলে কল দিয়ে কথা বলার একপর্যায়ে রাগারাগি করে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে মা কল করলেও আর রিসিভ করা হয়নি। এরপর সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর শোনেন যে করতোয়া নদীর ধারে খলিলের লাশ পাওয়া গেছে।

পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, খলিলুর রহমানের সাথে গাবতলী থানার দুর্গাহাটা এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই মেয়ের সঙ্গে গত তিন দিন আগে কুড়ির ভিটা এলাকায় খলিলুর রহমানের বন্ধু সমিরের সঙ্গে বিয়ে হয়।

মা খুকি বেওয়া জানান, রাত্রিতে আমাকে কল দিয়ে জানায় যে আজ আমি মারা যাচ্ছি। তোমারা জেনে রাখ তোমার ছেলে দুইটা ছিল এখন থেকে একটা। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি মারা যাবো বলেই সংযোগ বিছিন্ন করে দিলে এরপর থেকে আর কল রিসিভ হয়নি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে কোনো আঘাতের দাগ নেই। পাশেই মোবাইলটি পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।