গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে বুধবার এক বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির দুইটি ঘরের ১৮টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের কোনাবাড়ী এলাকার এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাড়ির একটি কক্ষে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রাপাত হয়।
মুহুর্তেই আগুন ওই ঘরসহ পার্শ্ববর্তী আরেকটি ঘরের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।
আগুনে ওই ঘর দুইটির ১৮টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।