চট্টগ্রামে বিচারককে মারধরের ঘটনায় আ’লীগ পুত্র জিসানের ৫ বছর কারাদন্ড

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২১
0

চট্টগ্রামে বিচারককে মারধরের ঘটনায় আওয়ামীলগে নেতা কাজী ইকবালের পুত্র জিসানের ৫ বছর কারাদন্ড দিয়েছে আদালত।

আজ চট্টগ্রামের আদালতে এ রায় দেয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর বুধবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারককে মারধরের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের পুত্র আলী আকবর ও তার সহযোগী হাসান আলী জিসান।

আকবর এবং তার পিতা মধ্যম হালিশহরে যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি।আর এ ঘটনায় আওয়ামীলীগ নেতা কাজী ইকবালকেও বহিস্কার করা হয় দল থেকে।