চারঘাটের স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনা আক্রান্ত

আপডেট: এপ্রিল ৬, ২০২১
0

আবু সুফিয়ান,চারঘাট;

রাজশাহীর
চারঘাট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের ২জন চিকিৎসক
করোনা ভাইরাসে আক্রান্ত
হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল)
সকালে এই তথ্য নিশ্চিত করেছেন
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান।
আক্রান্ত দুজন চিকিৎসক হলেন-
মেডিসিন কনসালটেন্ট ডাঃ আমিনুল
ইসলাম ও মেডিকেল অফিসার ডা. নাসরুমা
হাসনীন।
জানা যায়, মেডিসিন কনসালটেন্ট ডাঃ
আমিনুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে
সসর্বশেষ দায়িত্ব পালন করেছেন
গত বৃহস্পতিবার। এবং মেডিকেল
অফিসার ডা. নাসরুমা হাসনীন দায়িত্ব পালন
করেছেন রবিবার রাতে। এরপর
তাদের উপসর্গ দেখা দিলে তারা
রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নমুনা প্রদান করেন। নমুনা
পরীক্ষায় সোমবার রাতে তাদের
করোনা পজিটিভ আসে।
বর্তমানে মেডিসিন কনসালটেন্ট ডাঃ
আমিনুল ইসলাম রাজশাহী মেডিকেল
হাসপাতালের করোনা ওয়ার্ডে
এবং মেডিকেল অফিসার ডা. নাসরুমা
হাসনীন নিজ বাড়িতে চিকিৎসাধীন
আছেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান
বলেন, আমাদের দুইজন চিকিৎসক
করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে আমাদের চিকিৎসা ব্যবস্থা চালু
আছে। সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার
করোনার নমুনা সংগ্রহ চলছে।
করোনা থেকে বাঁচতে সবাইকে
স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ
জানান তিনি।