আবু সুফিয়ান,চারঘাট;
মাস্ক পরার অভ্যাস,কোভিডমুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর চারঘাট মডেল থানার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসাধারণের মাঝে সচেতনতা লক্ষ্যে মাস্ক ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ (২১মার্চ রোববার) সকালে একটি র্যালী মডেল থানা থেকে বের হয়ে চারঘাট বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট চৌরাস্তা মোড়ে, সারদা বাজার, সরদহ ট্রাফিক মোড় সহ পথচারী, রিক্সা-ভ্যানচালক, ও জনসাধারন এর মাঝে মাস্ক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নিত্য পদ পাল, উপ-পরির্দশক মনিরুল ইসলাম, শাহ আলম, সেকেন্দার আলী, সুজন আলী, এএসআই মোজাহারুল হোসেন, আশরাফুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।
মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাড়ির বাহিরে গেলে মাস্ক বাধ্যতামূলক এবং জনগনকে সচেতনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।