বাংলাদেশ -ভারতের বোঝাপড়াকে নিশ্চিত করতে চায় দ্বোরাইস্বামী

আপডেট: মার্চ ১, ২০২১
0

বাংলাদেশের মিডিয়াকে ভাইব্রেন্ট, ফ্রি ও কালারফুল বলে উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী । ভারতীয় হাইকমিশনের সহায়তায় জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টারের সংস্কার ও আধুনিকায়ন শেষে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এছাড়াও দুই দেশের মধ্যে সম্ভাব্য সেরা বোঝাপড়া নিশ্চিত করার উপর জোর দিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।