ঢাকাসহ দেশব্যাপী জাসদের পতাকা র‌্যালি অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১, ২০২১
0

২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ২০২২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুই বছরব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক অভিযানের উদ্বোধনী কর্মসূচি উপলক্ষ্যে জাসদের নেতা-কর্মী-সদস্য-সমর্থকরা আজ ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলা বাংলাদেশের জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে পতাকা র‌্যালি করেছে। জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১লা মার্চ সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি দোয়েল চত্ত্বর, শিক্ষাভবন, হাইকোর্ট, মৎস ভবন হয়ে সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিপূর্ব কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন।