ভূরুঙ্গামারীতে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম‍্যমান আদালত

আপডেট: এপ্রিল ৬, ২০২১
0

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে প্রচারের পাশাপাশি মাস্ক বিহীন পথচারী ও স্বাস্হ‍্য বিধি অনুসরন না করে ব‍্যাবসা প্রতিষ্ঠান চালানোর অপরাধে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে তাদের প্রত‍্যেককে ১ শ ও ২০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় অটো বাইকে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অবৈধভাবে দোকান খোলা রাখার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম‍্যমান আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়।সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পুলিশ, আনসার ভিডিপির সদস‍্য ও গ্রাম পুলিশ।
#####
আমিনুর রহমান বাবু