ভোটাধিকার আদায় করতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে -বরিশালে তাবিথ আউয়াল

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

বরিশাল ব্যুরো:

ভোটাধিকার আদায় করতে জনগনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেয়ার আহবান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরশেনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন , মানুষের ভোটাধিকার নেই, নির্বাচন সুস্ঠ না হলে ভোটাধিকার ফিরে পাবেন না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় কোন নির্বাচনই সরকার সুস্ঠুভাবে সম্পন্ন করেনি। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করি।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্রঘোষিত বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে ঢাকা উত্তর সিটি কর্পোরশেনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় জেলা স্কুলের মাঠে সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিবেন।