সাভারের ভার্কুতা এলাকা থেকে পোষাকসহ ১ ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে র্যাব-২ ।
গতকাল রোববার রাতে র্যাব-২ এর একটি দল ঢাকা জেলার সাভার থানাধীন ভার্কুতা ইউনিয়নস্থ শ্যালমাশী দুদু মার্কেট এলাকা হতে একজন মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশের পোষাক পরিহিত অবস্থায় ভুয়া ডিবি’র পরিচয়ের আড়ালে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কালে আটক করে।
ডিবি’র পোষাক পরিহিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম মোঃ মনির (৩৫) এবং সে বাংলাদেশ পুলিশের ডিবি’র সদস্য বলে পরিচয় দেয়। সন্দেহ হলে তাকে ডিবি’র পরিচয় সংক্রান্তে আইডি কার্ড দেখাতে বললে সে টালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে জানায় যে, মূলত সে একজন মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের ডিবি’র পোষাক ব্যবহার করে ভুয়া ডিবি সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায়ে পাশাপাশি মাদক ব্যবসা পরিচালনা করাই ছিল তার মূল কাজ।
ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ ২টি মামলা রুজু হয়েছে এবং সম্প্রতি সে মাদকের মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায়ের সাথে যুক্ত হয়েছে। র্যাব তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পাশাপাশি তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রেখেছে।