চীনের দেয়া লক্ষ ডোজ কোভিড-১৯ টিকা পেয়েছে জিম্বাবুয়ে

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১
0

আতিক :
জিম্বাবুয়ের প্রথম করোনাভাইরাস টীকা বহনকারী একটি বিমান চীনের দেয়া ২ লক্ষ ডোজ নিয়ে রাজধানী হারারেতে পৌঁছেছে।

গত সপ্তাহে তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বলেন, মার্চের শুরুতে চীন থেকে আরো ৬লাখ ডোজ আসতে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এটা পরিষ্কার নয় যে দক্ষিণ আফ্রিকার নগদ আটকে পড়া জাতি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) দ্বিতীয় ব্যাচের টিকার জন্য কত টাকা দেবে।

জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিওয়েঙ্গা, অর্থমন্ত্রীসহ টিকা গ্রহণকারী প্রতিনিধি দলের প্রধান কনস্টান্টিনো চিওয়েঙ্গা বলেছেন, প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের প্রথম এই টিকা দেওয়া হবে।