ফরিদপুরে ফাইন আর্ট সোসাইটির উদ্যোগে চারদিন ব্যাপী চিত্রাংকন প্রদর্শনী শুরু

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২১
0

ফরিদপুর প্রতিনিধিঃ তারেকুজ্জামান
ফরিদপুরে ফাইন আর্ট সোসাইটি উদ্যোগে ৪ দিনব্যাপী চিত্রাংকন প্রদর্শনী শুরু হয়েছে। আজ শনিবার শহরের শিশু একাডেমীতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বেলা ১২ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।এসময় জেলা প্রশাসক তার সংক্ষিপ্ত বক্তব্যে এ প্রদর্শনীর সফলতা কামনা করেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তানকে বেশি বেশি করে সামাজিক কর্মকাণ্ডে কাজ করার উৎসাহ প্রদান করবেন। এতে তারা অনেক কিছু জানতে পারবেন পরে তিনি একটি বোর্ডে স্বাক্ষর করে চিত্রাংকন এর উদ্বোধন করেন।
তিনি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ফাইন আর্ট সোসাইটি কে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো ভালো শিল্পী এখান থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী রেজাউল করিম জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাইন আর্ট সোসাইটির সভাপতি শিল্পী সাজেদুল ইসলাম তাতা।
অনুষ্ঠানে মোট ৩৪ টি ছবি প্রদর্শন করা হয়। এতে ২৫ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বলে জানানো হয়।

তারেকুজ্জামান
ফরিদপুর