র্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা হতে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে
র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছে।
সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল ১৯/০৩/২০২১ তারিখ ১৮৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ৫৬ কেজিসহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।