বন্দী আলেমদের মুক্তি দাবি ইসলামী ঐক্যজোটের

আপডেট: জুলাই ২১, ২০২২
0

বন্দী আলেমদের মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, কতিপয় চক্রান্তকারীর কথায় প্ররোচিত হয়ে কিছু নিরীহ আলেম এখনো কারাভোগ করছেন। অন্যদিকে যারা তাদের উস্কে দিয়েছিলেন, সেসব মাস্টার মাইন্ডরা সরকারি নেতা-মন্ত্রীদের সাথে বিভিন্ন পার্টি করে বেড়াচ্ছে। সুতরাং জড়িতদের আইনের আওতায় এনে নিরপরাধ আলেমদের মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মিছবাহুর রহমান চৌধুরী আরো বলেন, ‘এক শ্রেণির মানুষ দেশবাসীর সঙ্কটকে পুঁজি করে দেশ ও সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে।’ একইসাথে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তিনটি অপশনই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন বলেও জানান এই আলেম নেতা।