জেনেভায় মানবাধিকার সংলাপে বাংলাদেশী আইনজীবীর অংশগ্রহণ

আপডেট: জুন ১১, ২০২৩
0

জেনেভা, সুইজারল্যাণ্ডঃ

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক সংলাপে
বাংলাদেশি মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলাম অংশগ্রহণ করেন।

৯ জুন (শুক্রবার) সুইজারল্যাণ্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ মানবাধিকার
হাই কমিশনের সদর দপ্তর উইলসন প্যালেসে তিন ঘন্টাব্যাপী সংলাপটি অনুষ্ঠিত
হয়।

ফ্রান্স প্রেসিডেন্ট কর্তৃক প্রবর্তিত ম্যারিইয়ান ইনিশিয়েটিভ ফর হিউম্যান
রাইটস ডিফেন্ডার বিজয়ী হিসেবে সংলাপে শাহানূর ইসলাম অংশগ্রহণ করেন।

সংলাপে ফ্রান্স মানবাধিকার এম্ব্বাসেডর ডেলফিন বরিন, জাতিসংঘ মানবাধিকার
কাউন্সিল এর ব্রাঞ্চ ইন চার্জ প্রধান এরিক টিসটৌনেট, জাতিসংঘ মানবাধিকার
সংক্রন্ত ট্রিটি বডির ব্রাঞ্চ ইন চার্জ প্রধান ইব্রাহিম সালামা, জাতিসংঘ
মানবাধিকারকর্মী বিষয় স্পেশাল রাপোর্টিয়ারের সচিব সফি হেল উপস্থিত ছিলেন।

সংলাপে জাতিসংঘে মানবাধিকার ম্যাকানিজমের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আডভোকেট শাহানূর ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান মানবাধিকার
পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

সংলাপে অন্যান্যদের মধ্যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, মালি, ক্যামেরুন,
ইরান, বাহরাইন, উগাণ্ডা, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এলসালভডর ও রাশিয়ার
মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

Bangladeshi Lawyer Shahanur Islam Participates in Human Rights
Dialogue in Geneva

Geneva, Switzerland – Bangladeshi human rights lawyer Shahanur Islam
actively participated in a dialogue on human rights held at the office
of the United Nations High Commission on Human Rights.