হরমুজ প্রণালীতে ইসরাইলি জাহাজ আটক করল ইরান

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪
0

ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর কাছে একটি ইসরাইলি জাহাজ আটক করেছে। বার্তাসংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

এপি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ইরানি কমান্ডোরা শনিবার হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজে অভিযান চালাচ্ছে। কমান্ডোরা জাহাজের ডেকের ওপর থাকা কন্টেইনারের স্তুপে নেমে পড়ে। তাদের দেখে জাহাজে অবস্থানরত একজন তার সঙ্গীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কেউ বাইরে আসবেন না।’ এ সময় দেখা যায়, আরো কিছু কমান্ডো ডেকে নেমে আসছে। একজন কমান্ডোকে সম্ভাব্য কভার ফায়ার দেয়ার জন্য অন্যদের উপরে হাঁটু গেড়ে থাকতে দেখা যায়।

জাহাজটি ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক গ্রুপের মালিকাধীন জাহাজ। তবে এ বিষয়ে জোডিয়াক গ্রুপ মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

জাহাজটি গত শুক্রবার দুবাই থেকে যাত্রা করে। এরপর তারা হরমুজ প্রণালীতে পৌঁছালে তাদের ট্র্যাকিং ডেটা বন্ধ করে দেয়। এই অঞ্চলে চলাচলকারী ইসরাইলের সাথে সম্পৃক্ত জাহাজগুলো এমনই করে থাকে।

সূত্র : এপি/টাইমস অফ ইসরাইল