দেশ জনতা ডটকমের ক্যামেরায় ডাম্পিং স্টেশন বুড়িগঙ্গার ভয়ংকর বিষাক্ত পানির চিত্র

আপডেট: মার্চ ২৩, ২০২১
0

বিষে বিষে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে, আধা কিলোমিটার দূর থেকে পাওয়া যাচ্ছে দুর্গন্ধ । সরকারী নানান সিদ্ধান্ত নেয়া হলেও কোনটাই বাস্তবায়ন হচ্ছে না।

বছরে পর ব্ছর পরিকল্পনাতেই আটকে যাচ্ছে বুড়িগঙ্গা পানি শোধনের প্রকল্প। থেমে নেই নদীতে ফেলা বর্জ্য। ছবিটি সোমবার বুড়িগঙ্গা নদীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তোলা।


কঠিন ও বিষাক্ত বর্জ্য নির্বিচারে ডাম্পিং বুড়িগঙ্গাকে বিশ্বের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে।

ছবিটি সিনিয়র ফটো সাংবাদিক